পুজো মিটতেই উপ নির্বাচনের ঢাকে কাঠি, কী বলছে ছয় আসনের হিসেব-নিকেশ?

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে এগোবে তৃণমূল কংগ্রেস

October 18, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজো মিটতেই উপ নির্বাচনের ঢাকে কাঠি পড়ল। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় আসনে উপ নির্বাচন হবে। বিধানসভা কেন্দ্রগুলি হল নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই। আরজি কর আন্দোলন পরবর্তী সময়ে হতে চলা ছয় কেন্দ্রের উপ নির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে তৃণমূলের কাছে।

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে এগোবে তৃণমূল কংগ্রেস। নৈহাটি বাদে বাকি সব আসন গ্রাম কেন্দ্রিক। শাসকদল আশাবাদী গ্রাম তাদের সঙ্গেই রয়েছে। নীচু তলায় পরিচিতি, কোনও ধরনের অভিযোগ নেই স্বচ্ছ ভাবমূর্তির এমন ব্যক্তিকেই প্রার্থী হিসাবে সামনে আনা হতে পারে। কয়েকটি আসনে মহিলা মুখকেও গুরুত্ব দেওয়া হতে পারে।

মাদারিহাট, আসনটি বিজেপির দখলে রয়েছে। চলতি বছরের লোকসভা ভোটের নিরিখে প্রায় এগারো হাজার ভোটে পিছিয়ে আছে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনের ত্রিশ হাজার ভোটের ব্যবধানকে এগারো হাজারে কমিয়ে এনেছে জোড়াফুল শিবির।

সিতাইয়ে তৃণমূল কংগ্রেস প্রায় দশ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপির থেকে।

নৈহাটিতে তৃণমূলের দখলে, গত বিধানসভা ভোটের নিরিখে কুড়ি হাজার ভোটে এগিয়ে তৃণমূল।

হাড়োয়ার প্রায় লক্ষাধিক ভোটে বিজেপির চেয়ে এগিয়ে তৃণমূল। হাড়োয়ার দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ, তারাও তৃণমূলের চেয়ে আশি হাজার ভোট পিছিয়ে।

মেদিনীপুরে বিজেপির চেয়ে প্রায় পঁচিশ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।

তালড্যাংরায় পদ্ম শিবিরকে পিছনে ফেলে বারো হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen