প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা হাফিজ আলম সৈরানি
পরিবার সূত্রের খবর, কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। ফুসফুসের ক্যানাসার ধরা পড়েছিল।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হাফিজ আলম সৈরানি। বয়স হয়েছিল ৬৪। পরিবার সূত্রের খবর, কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। ফুসফুসের ক্যানাসার ধরা পড়েছিল। সোমবার দুপুরে মৃত্যু হয় তাঁর।
উত্তরদিনাজপুরের প্রভাবশালী ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন তিনি। বাম আমলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক হয়েছিলেন সৈরানি। ১৯৯৬ সালে তিনি ত্রাণ দপ্তরের মন্ত্রী হন। ২০২২ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। ২০২৩ সালে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। তবে কংগ্রেসে তাঁকে বিশেষ সক্রিয় ভাবে দেখা যায় নি। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে শোকের আবহ।