IPL 2025 Retention: কোন দল ধরে রাখল কোন ক্রিকেটারকে? দেখে নিন তালিকা

কোন দল কোন ক্রিকেটারকে ধরে রাখল? প্রকাশ্যে এল আইপিএল ২০২৫-র ‘রিটেনশন’ তালিকা। দেখে নিন একনজরে

October 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলির সন্ধ্যায় কাঠি পড়ল আইপিএলের ঢাকেও। কোন দল কোন ক্রিকেটারকে ধরে রাখল? প্রকাশ্যে এল আইপিএল ২০২৫-র ‘রিটেনশন’ তালিকা। দেখে নিন একনজরে

দিল্লি

দিল্লির দলে থাকল অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্টাবস এবং অভিষেক পোড়েলকে। রিটেনশন করা হয়েছে বাংলার অভিষেককে।

গুজরাত

গুজরাত দলে রয়েছেন শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খান।

হায়দ্রাবাদ

হায়দ্রাবাদের দলে প্যাট কামিন্স ছাড়াও রইলেন অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রেভিস হেড।

পঞ্জাব

পঞ্জাব ধরে রাখল শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহকে।

রাজস্থান

রাজস্থান ধরে রাখল সঞ্জু স্যামসন ছাড়াও যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে।

লখনৌ

দলে রয়েছেন নিকোলাস পুরান, রবি বিশ্নোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খান। রাহুলকে রিটেন করেছে লখনৌ।

কলকাতা

কেকেআর দলে রাখা হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংহকে। গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবং নীতিশ রানাকে রিলিজ করে দিল কেকেআর।

আরও পড়ুন: IPL 2025: বাদ গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক, KKR-এর রিটেনশন তালিকায় কারা?

চেন্নাই

চেন্নাই ধরে রাখল ধোনি, পাথিরানা, রুতুরাজ, জাডেজা এবং শিবম দুবেকে।

বেঙ্গালুরু

বিরাট কোহলি, রজত পাটীদার এবং যশ দয়ালকে রেখে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বই

মুম্বই রেখে দিল সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, তিলক বর্মা এবং রোহিত শর্মাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen