প্রয়াত বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল

জানা যাচ্ছে, অনেক দিন ধরেই হার্টজনিত সমস‍্যায় ভুগছিলেন।

November 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল। প্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল৬৩ বছর।

জানা যাচ্ছে, অনেক দিন ধরেই হার্টজনিত সমস‍্যায় ভুগছিলেন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত‍্যু হয়।

ভারতের ফ্যাশন দুনিয়ায় রোহিতকে ট্রেন্ড সেটার বলা চলে। খাদি গ্রাম উদ্যোগেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর। ‘কউন বনেগা ক্রোড়পতি’র যাবতীয় কস্টিউম তাঁরই ডিজাইন করা।

শ্রীনগরে ১৯৬১ সালের ৮ মে জন্ম নেন রোহিত বাল। ভাই রাজীব বালের সঙ্গে মিলিত হয়ে ১৯৮৬ সালে নয়া দিল্লিতে নিজের সংস্থা শুরু করেন তিনি। ২০০৬ সালে ডিজাইনার অব দ্য ইয়ার সম্মানের ভূষিত হন তিনি। ২০০১ সালে কিংফিসার ফ্যাশন অ্যাচিভমেন্ট পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।

ফ‍্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারের মৃত‍্যুর খবর নিশ্চিত করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen