কলকাতা বিভাগে ফিরে যান

আরজি করের ঘটনার ৮৭ দিনের মাথায় চার্জ গঠন, আদালতে পেশ সঞ্জয়

November 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দুপুর নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ৮৭ দিন পর শুরু হল চার্জ গঠন প্রক্রিয়া।

সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে এই সঞ্জয় রায়ের নামই রয়েছে। বিচারক রুদ্ধদ্বার কক্ষে তাঁর বিরুদ্ধে শুরু হয় চার্জ গঠন প্রক্রিয়া। গত ৯ আগস্ট আর জি করের ঘটনার ৮৭ দিনের মাথায় চার্জ গঠন শুরু হল। সূত্রের খবর, ১১ নভেম্বরের পর থেকে প্রায় প্রতিদিন শুনানি হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই সোমবার আরজি করকাণ্ডে দুই মামলার শুনানি চলছে দুই আদালতে। আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আরজি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলছে। অন্য দিকে, শিয়ালদহ আদালতে শেষ হল আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া।

গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিট পেশ করে সিবিআই। অক্টোবর মাসে সেই চার্জশিট গঠন করা হয়েছিল। এর পর সোমবারের শুনানিতে শিয়ালদহ আদালত চার্জ গঠনের দিন ঘোষণা করতে পারে বলে সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে চার্জশিট পেশের ২৮ দিন পর, এদিন থেকেই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar Medical College and Hospital, #Doctor Rape and Murder, #chargesheet filed, #Kolkata, #RG Kar Incident

আরো দেখুন