ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, মমতার হাতে উদ্বোধন সরস মেলার

আগামী সপ্তাহে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতার পাহাড় সফরে নিয়ে আম পাহাড়বাসীর উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই। ১১ নভেম্বর তিনি দার্জিলিং পৌঁছবেন

November 7, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী সপ্তাহে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতার পাহাড় সফরে নিয়ে আম পাহাড়বাসীর উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই। ১১ নভেম্বর তিনি দার্জিলিং পৌঁছবেন। পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এবারই প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে তা। ১২ তারিখ মেলার উদ্বোধন করবেন মমতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন।

ফি বছর কলকাতায় সরস মেলা হয়, পাশাপাশি শিলিগুড়িতেও হয়। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মেলা বসছে দার্জিলিংয়ে। সেখানে নানা দেশের পর্যটকরা হাজির হন। রাজ্যের হস্তশিল্পীদের কাজ তাঁদের সামনে তুলে ধরার লক্ষ্যে দার্জিলিংকে বাছা হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কলকাতায় পরবর্তী সরস মেলা হবে।

সরস মেলা-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে এবার পাহাড়ে যাচ্ছেন মমতা। জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে তাঁর। জিটিএ পরিচালনার ক্ষেত্রে অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে যাবতীয় সাহায্য করছে তৃণমূল। অনীতদের প্রস্তাব মেনে রাজ্যের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে। জিটিএ এবং প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা ঠিক হবে।

২০২৩-র ডিসেম্বরে শেষবার পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একেবারে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কার্শিয়াং থেকে ফিরে আসেন তিনি। এবার ১১ তারিখেই তিনি দার্জিলিং পৌঁছবেন। ১৪ তারিখ কলকাতায় ফেরার কথা তাঁর। এবারের লোকসভা নির্বাচনের পর এটাই মমতার প্রথম পাহাড় সফর। রাজনৈতিকভাবেও এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen