সঞ্জুর শতরান এবং বরুণের তিন উইকেটের সৌজন্যে প্রথম টি২০-তে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারাল ভারত

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভাল খেলেছে ভারত।

November 9, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সঞ্জু স্যামসনের শতরান এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সৌজন্যে শুক্রবার টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে উড়িয়ে ১-০ ব্যবধানে সিরিজের লিড নিলেন সূর্য কুমার যাদবরা।

বিশ্বকাপের পরেই অবসর নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। এই সিরিজ়েস নেই যশপ্রীত বুমরাও। ফলে এখনকার ভারতীয় ক্রিকেট দল পুরোপুরি নতুন। তরুণ ক্রিকেটারে ভরা। উল্টো দিকে দক্ষিণ আফ্রিকার দলে বিশ্বকাপে খেলা সাত ক্রিকেটার ছিলেন। কিন্তু তরুণ ভারতের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন তাঁরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভাল খেলেছে ভারত। গোটা ম্যাচই তারা নিয়ন্ত্রণ করেছে।

বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা। মাসখানেক আগে টাইগারদের বিরুদ্ধে ঝোড়ো ১১১ করেছিলেন সঞ্জু স্যামসন। সেই মেজাজেই শুক্রবার প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন তিনি। তার সঙ্গে গড়লেন কীর্তিও। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দু’টি টি-২০ ম্যাচে শতরান পেলেন কেরলের ডাকাবুকো ওপেনার। ৫০ বলে ২৯ বছর বয়সি সঞ্জুর সংগ্রহই ১০৭। তাতে রয়েছে সাতটি চার ও দশটি ছক্কা। মেঘলা কন্ডিশনে টস জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার উপর বৃষ্টির আশঙ্কা ছিল। তাই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে গিয়ে দু’বার ভাবেননি প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। শুরু থেকেই চালাতে থাকেন সঞ্জু। ২৭ বলে আসে তাঁর পঞ্চাশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ফরম্যাটে কোনও ভারতীয়ের এটাই দ্রুততম সেঞ্চুরি। শুক্রবারের মারকুটে ইনিংসের মাধ্যমে এই ঘরানায় ওপেনার হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করলেন তিনি। সীমানার ধারে ট্রিস্টান স্টাবসের দুরন্ত ক্যাচ ছাড়া তাঁকে ফেরানো মুশকিল ছিল।

সঞ্জুর সঙ্গী ওপেনার অভিষেক শর্মা (৭) অবশ্য আরও একবার সুযোগ নষ্ট করলেন। তুলে মারতে গিয়ে লোপ্পা ক্যাচ দিয়ে ফেরেন বাঁ হাতি ওপেনার। অধিনায়ক সূর্যকে অবশ্য স্বচ্ছন্দে দেখাচ্ছিল। কিন্তু তিনি আউট হন মাত্র ২১ রানে। তিলক ভার্মাও বড় রানের সুযোগ হারালেন। ১৮ বলে তাঁর সংগ্রহ ৩৩। তাতে ছিল তিনটি চার ও দুটো ছয়। হার্দিক পান্ডিয়া (২) অবশ্য ব্যর্থ হলেন। সঞ্জু ফেরার পর রানের গতি কমে যায়। তা নাহলে আড়াইশো তোলাও অসম্ভব ছিল না।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক মার্করামের (৮) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবসও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি আউট হন ১১ রানে। শুরুর এই ধাক্কা আর সামাল দেওয়া সম্ভব হয়নি প্রোটিয়াদের। তাদের ইনিংসে সর্বাধিক স্কোর হেনরিক ক্লাসেনের। ২৫ রান করেন তিনি। ব্যর্থ ডেভিড মিলার (১৮), প্যাট্রিক ক্রুগার (১), মার্কো জানসেনরা (১২)। শেষ দিকে জেরাল্ড কোয়েৎজির ২৩ রানও হার বাঁচাতে পারেনি। দক্ষিণ আফ্রিকা থামে ১৪১ রানে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen