পাকিস্তানের স্টেশনে বোমা বিস্ফোরণে মৃত অন্তত ২৪, আহত বহু
ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
November 9, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টায় বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ জনের কাছাকাছি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আপাতদৃষ্টিতে এটিকে ‘আত্মঘাতী’ বিস্ফোরণ বলে মনে হলেও তদন্ত করে দেখা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে কোয়েটার রেলস্টেশন এলাকা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।