উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

সিতাইয়ে জয় নিশ্চিত, রেকর্ড গড়ার অপেক্ষা, দাবি আত্মবিশ্বাসী তৃণমূল শিবিরের

November 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপনির্বাচনকে সামনে রেখে উত্তরের দুই আসনে প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক শিবির। শনিবার সিতাইয়ে ভারত সেবাশ্রমের মাঠে রাজ্যের মন্ত্রী পুলক রায় সভা করেন। রাজ্যের ছ’টি উপ নির্বাচনে বিরোধীরা পরাজিত হবে। জয় নিশ্চিত, কেবল রেকর্ড গড়ার পালা বাকি বলে তিনি দাবি করেন। সিতাইয়ের মানুষের কাছে তিনি ভোট ঋণ হিসেবে চান। উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করে দেবেন বলে কথা দেন মন্ত্রী। ভোটের দিন বিরোধীদের গোল রক্ষকশূন্য গোলপোস্টে সঠিকভাবে বল মারার নির্দেশ দেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া।

প্রার্থী সঙ্গীতা রায়ের দাবি, বিজেপি বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। এবারে উপ নির্বাচনে তার জবাব পাবে বলে। অন্য একটি সভায় বিজেপি বিধায়কদের কটাক্ষ করে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জামানত বাজেয়াপ্ত হবে বলে কোচবিহার ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বিজেপি বিধায়করা।

মন্ত্রী পুলক রায় বলেন, উত্তরবঙ্গে প্রচারে এসে তিনি বুঝেছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। সেই কারণেই উত্তরবঙ্গের দু’টি আসন সহ রাজ্যের প্রতিটি উপ নির্বাচনে জয়ী হবে তৃণমূল। বাংলার মানুষ ঋণ হিসেবে ভোট দেবেন। উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করা হবে। সাংসদ জগদীশ বসুনিয়া বলেন, সিতাইয়ের মাঠ বিরোধী শূন্য হয়েছে। ভোটের দিন বিরোধীদের গোলপোস্টে গোলরক্ষক থাকবে না। পেনাল্টিতে বল যাতে সঠিকভাবেই গোলে ঢুকতে পারে সেদিকে নজর রাখতে হবে। জয় নিয়ে কার্যত আত্মবিশ্বাসী জোড়াফুল শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sitai, #ByElections, #tmc

আরো দেখুন