উস্তিতে বিজেপি’র সেই দলীয় কার্যালয়ে মদ ও মহিলাদের নিয়ে আসর বসাতেন গেরুয়া শিবিরের অনেক নেতা-কর্মীই

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে পদ্মনেতা খুনের ঘটনায় ধৃত সেই প্রেমিকাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে খবর পুলিশ সূত্রে

November 11, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পার্টি অফিসে প্রেমিকার সঙ্গে ‘জোরজবরদস্তি’। ঠেকাতে গিয়ে বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দিয়েছিলেন প্রেমিকা। পরে সেখান থেকে পালানোর সময় পার্টি অফিসের দরজাও বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলেন। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে পদ্মনেতা খুনের ঘটনায় ধৃত সেই প্রেমিকাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে খবর পুলিশ সূত্রে। তার ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত রক্তপাতের জেরে পার্টি অফিসের ভিতরেই প্রাণ হারান মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ পৃথ্বীরাজ।

এই ঘটনার পর থেকেই বিজেপি’র ওই পার্টি অফিস নিয়ে উঠছে প্রশ্ন। সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। পৃথ্বীরাজ একা নন, ওই পার্টি অফিসে মদ ও মহিলাদের নিয়ে আসর বসাতেন গেরুয়া শিবিরের আরও অনেক নেতা-কর্মীই। দলীয় কার্যালয়কে কার্যত লীলাক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছিল। কিন্তু কারা তারা? সেবিষয়ে অন্ধকারে খোদ দলই! এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। ক্ষুব্ধ নিচুতলার কর্মীরাও। তাঁদের আশঙ্কা, এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। ধাক্কা খাবে সদস্য সংগ্রহ অভিযানও।

বিজেপি সূত্রে খবর, এই নির্জন জায়গায় পার্টি অফিস কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীদের একাংশ। তাঁদের দাবি, পার্টির গাইডলাইন মেনে এই কার্যালয় তৈরি করা হয়নি। ক্ষুব্ধ নিচুতলার প্রশ্ন, তাহলে কি ‘লীলাক্ষেত্র’ চালানোর জন্যই এমন জায়গায় পার্টি অফিস করার কথা ঠিক হয়েছিল? যদিও বিষয়টি নিয়ে দায় এড়িয়েছে জেলা নেতৃত্ব। এক নেতার দাবি, ‘ওটা স্রেফ একটা গুদামঘর। পৃথ্বীরাজের পারিবারিক সম্পত্তি। চব্বিশের লোকসভা ভোটের সময় দলের পতাকা ও ফেস্টুন রাখা হতো।’ কিন্তু এই ব্যাখ্যায় চিড়ে ভেজেনি। জেলার নিচুতলা এবং প্রবীণ নেতাদের একাংশের দাবি, ‘বিজেপির এক বিধায়ক এসে উদ্বোধন করেছিলেন। ওটাকে পার্টি অফিসেই পরিণত করা হয়েছিল।’

লোকসভা ভোট মিটেছে প্রায় ৬ মাস। কিন্তু তারপরও দলের কাছে এই পার্টি অফিস নিয়ে কোনও তথ্য নেই কেন, তা নিয়ে আপাতত ক্ষোভে ফুঁসছে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার নিচুতলা। সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক পলাশ রানা বলেন, ‘কী হয়েছে বা আগে কী হতো, পুরোটাই দলীয় স্তরে খতিয়ে দেখা হবে।’ কিন্তু প্রবীণ নেতাদের একাংশের দাবি, এই পার্টি অফিসের আড়ালে কী হতো, তা নিয়ে তদন্ত করা উচিত দলের। বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব যাতে কঠোর অবস্থান নেয়, সেই দাবিও জানানো হয়েছে।
এদিকে, নিহত বিজেপি নেতা পৃথ্বীরাজের ময়নাতদন্ত শনিবার হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা করা যায়নি। রবিবার বিকেলে তা সম্পন্ন হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গোপনাঙ্গ ছাড়া আর কোথাও আঘাতের চিহ্ন ছিল না মৃতের দেহে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen