সিতাইয়ে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে দায়ের জনস্বার্থ মামলা খারিজ। আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। ফলে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা নেই।
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর অভিযোগ ছিল, সঙ্গীতা তফসিলি জাতির অর্ন্তভুক্ত নন। কিন্তু বিষয়টি তিনি হলফনামায় উল্লেখ করেননি। তফসিলি জাতিভুক্ত না-হয়েও ভুয়ো জাতিগত শংসাপত্র জমা করেছেন। বিষয়টি নিয়ে কমিশনে দরবার করে কোনও লাভ হয়নি। আদালতে তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানান সায়ন।
সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানি হলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ওই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। এর পরই মামলাটি খারিজ করে দেয় আদালত।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর সিতাই বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে লড়ে জিতেছিলেন জগদীশচন্দ্র বর্মা। তবে ২০২৪ সালে তাঁকেই কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। জিতে তিনি সাংসদ হওয়ায় সিতাইয়ে এই উপনির্বাচন। তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতাকে।