নয়ের দশকের সুপারহিরো ‘শক্তিমান’ এবার ফিরছে? মুকেশ খান্নার পোস্ট করা ভিডিও দেখে জল্পনা
সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। ফের আসতে চলেছে সুপারহিরো ‘শক্তিমান’।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। ফের আসতে চলেছে সুপারহিরো ‘শক্তিমান’। এমনটাই ইঙ্গিত দিলেন খোদ মুকেশ খান্না।
অভিনেতা মুকেশ খান্না ইনস্টাগ্রামে শক্তিমানের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘শক্তিমান ফিরছে। তাঁর ফিরে আসার সময় হয়েছে। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার ও সুপারহিরো। অন্ধকার এবং খারাপ সময়ের প্রভাব শিশুদের উপর ভীষণ ভাবে পড়ছে। এবার তাঁর ফিরে আসার সময় এসেছে। এক অন্যরকম বার্তা নিয়ে ফিরছেন তিনি। আজকের প্রজন্মের তাঁকে ভীষণই প্রয়োজন। করজোড়ে তাঁকে স্বাগত জানাই।’
সম্প্রতি, ইউটিউবে নিজের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন মুকেশ খান্না। এবং সেই ছোট্ট ভিডিও দেখেই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, মধ্যে ষাট পেরিয়ে কি বড়পর্দার জন্য ফের একবার ‘শক্তিমান’-এর পোশাক গায়ে তুলছেন মুকেশ খান্না? এদিন ‘শক্তিমান’ শো-এর একটি ঝলক পোস্ট করেছেন মুকেশ খান্না। মুকেশ খান্নার পোস্ট করা সেই ছোট্ট ভিডিয়োতে শক্তিমানকে সেই বিখ্যাত ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। ওই তুর্কি-নাচন করতে করতেই একটি আবাসনের এক তলা থেকে অন্য তলায় চলে যাচ্ছে ‘শক্তিমান’।
সম্প্রতি, ইউটিউবে নিজের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন মুকেশ খান্না। এবং সেই ছোট্ট ভিডিও দেখেই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, মধ্যে ষাট পেরিয়ে কি বড়পর্দার জন্য ফের একবার ‘শক্তিমান’-এর পোশাক গায়ে তুলছেন মুকেশ খান্না? এদিন ‘শক্তিমান’ শো-এর একটি ঝলক পোস্ট করেছেন মুকেশ খান্না। মুকেশ খান্নার পোস্ট করা সেই ছোট্ট ভিডিয়োতে শক্তিমানকে সেই বিখ্যাত ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। ওই তুর্কি-নাচন করতে করতেই একটি আবাসনের এক তলা থেকে অন্য তলায় চলে যাচ্ছে ‘শক্তিমান’।
১৯৯৭ সাল থেকে দূরদর্শনে প্রচারিত হতে শুরু করে ‘শক্তিমান’। প্রায় আট বছর ধরে ৪৫০টি পর্ব নিয়ে তৈরি হয় এই জনপ্রিয় শো। তবে জনপ্রিয় এই শো এবার সিনেমা, ধারাবাহিক নাকি ওয়েব সিরিজ হিসেবে ফিরে আসছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।