হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ক’টি বেড রয়েছে, প্রতিনিয়ত ডিসপ্লে বোর্ডে আপডেট করার নির্দেশ দিল রাজ্য সরকার

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বে বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা মেলে না।

November 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বে বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা মেলে না। এই অভিযোগ বহুদিনের। এবার সেই অভিযোগ দূর করতে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসাথী পরিষেবা আরও সহজলভ্য করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এবার থেকে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমগুলিকেও বসাতে হবে ডিসপ্লে বোর্ড। সাম্প্রতিক পর্যালোচনার পর আরও কঠোরভাবে এই নির্দেশ জারি করছে রাজ্য সরকার। তাতে রোগীরা দেখতে পাবেন, ওই মুহূর্তে হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ক’টি বেড রয়েছে। প্রতিনিয়ত ওই ডিসপ্লে বোর্ডে আপডেট করতে হবে বেড সংখ্যা। তার পাশাপাশি রোগীদের জানাতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড হাতে থাকলে কী কী পরিষেবা পাওয়া যাবে।

রোগীর পরিজনদের দীর্ঘদিনের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড হাতে থাকলেও অনেক বেসরকারি হাসপাতাল নানা ধরনের যুক্তিতে তা নেয় না। ভর্তিও করা হয় না রোগীকে। ফলে বিপুল সমস্যায় পড়েন পরিজনরা। কখনও তো নিরুপায় হয়ে বড় অঙ্কের টাকা খরচ করে বেসরকারি হাসপাতালেই চিকিৎসায় বাধ্য হন গরিব মানুষ। প্রশ্ন ওঠে, স্বাস্থ্যসাথীর তালিকায় সেই হাসপাতালের নাম থাকা সত্ত্বেও কীভাবে প্রত্যাখ্যান করা হয়? এবার সেই সমস্যা মেটাতেই আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে, হাসপাতালে ডিসপ্লে বোর্ড থাকলে সহজেই রোগী-পরিজনরা বুঝতে পারবেন, অবস্থা ঠিক কী। সূত্রের খবর, ২০১৭ সালেই এরকম একটি নির্দেশিকা প্রতিটা বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু কে শোনে কার কথা! বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম নিয়ে রোগীর পরিজনদের অভিযোগ এসেই চলেছে। তাই উচ্চ পর্যায়ের বৈঠকের পর নবান্ন থেকে ফের প্রতি মুহূর্তের আপডেট জানানোর জন্য ডিসপ্লে বোর্ডের নির্দেশ পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen