বিনোদন বিভাগে ফিরে যান

প্রথম ভারতীয় সিনেমা হিসাবে লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র-র পুরস্কার জিতল দ্য ফেবল

November 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল মনোজ বাজপেয়ী অভিনীত ও রাম রেড্ডি পরিচালিত ছবি ‘দ্য ফেবল’। লন্ডনে আয়োজিত লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রর পুরস্কার জিতল এই ছবি। ১৯৮৭ সালে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবে এর আগে কোনও ভারতীয় ছবি অ্যাওয়ার্ড পায়নি। বার্লিনেল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ প্রিমিয়ার হয় ‘দ্য ফেবল’-এর। চলতি বছর মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের স্পেশাল জুরি প্রাইজ জিতেছিল ছবিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manoj Bajpayee, #Leeds international film festival, #The fable, #award

আরো দেখুন