রাজ্য বিভাগে ফিরে যান

NIA মামলা থেকে রেহাই মিলতেই সংবর্ধনায় ছত্রধর মাহাতোকে স্বাগত জানাল লোধাশুলি

November 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদালতের নিষেধাজ্ঞা উঠতেই গ্রামে ফিরলেন ছত্রধর মাহাতো। এনআইএ মামলা থেকে রেহাই মিলতেই, তাঁর ফেরার অপেক্ষা করছিল গোটা গ্রাম। রবিবার দুপুরে নিজের গ্রাম ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে গেলেন ছত্রধর। জেলায় প্রবেশের আগে লোধাশুলি। সেখানেই তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা সভার। সংবর্ধনা দেওয়া হল ছত্রধর মাহাতোকে।

একদা তিনি ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পরে তাঁকে জেলে যেতে হয়। অবশেষে জেল থেকে মুক্তি পেয়ে তিনি নিজের গ্রামে ফিরলেন তিনি। এবার কি রাজনীতিতে ফেরার পালা? সামাজিকভাবে মানুষের পাশে থাকবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ছত্রধর।

ছত্রধর জানিয়েছেন, ঝাড়গ্রামে এবার তিনি আদিবাসী, মূলবাসী মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, একটা মিথ্যে মামলা দিয়ে তাঁকে আটকে রাখা হয়েছিল। নাম না করে বিজেপিকে নিশানা করেছেন ছত্রধর। তিনি বলেন, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রের মাধ্যমে জয়লাভ করতে পারছে না। তার জন্য বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর আক্রমণ শানাচ্ছে।

রাজনীতি প্রশ্নে তাঁর সাফ জবাব, দল কী দায়িত্ব দেবে সেটা সম্পূর্ণ নেত্রীর উপর নির্ভর করছে। জঙ্গলমহলের মানুষের সুখে দুঃখে থাকবেন তিনি। ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী। এবার পার্টির কাজে কতটা সক্রিয় হন ছত্রধর, তা দেখার অপেক্ষায় জঙ্গলমহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Chhatradhar Mahato, #NIA, #Release, #Lodhashuli

আরো দেখুন