সবজির বাজারে আগুন, হানা দিচ্ছে টাস্ক ফোর্স, আম জনতার রেহাই মিলবে কি?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পেঁয়াজের দামে ছেঁকা খাচ্ছে সাধারণ মানুষ। আলুর দামও ঊর্ধ্বমুখী! আম জনতার একটাই কথা, সবজির বাজার আগুন খাওয়া হবে কী? পাইকারি ও খুচরো বাজারে সবজির দামের ফারাক চোখে পড়ার মতো। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে। কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। মঙ্গলবার, রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে টাস্ক ফোর্স শহরের তিনটি বাজারে হানা দেয়। সেগুলি হল মানিকতলা, বাগমারি এবং গুরুদাস মার্কেট।
কোনও বাজারে পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়, কোথাও আবার ৭৫। আলুর দাম ঘোরাফেরা করছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরের মধ্যে! অন্য আনাজের দামও আকাশছোঁয়া। কোলে মার্কেটের মতো পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৫০ থেকে ৫৫ টাকা কেজি। টাস্ক ফোর্সের সদস্যদের কথায়, আগামী তিন-চার দিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। সব বাজারেই কম দামে পেঁয়াজ ঢুকবে। ফলে দাম কমবে।
পেঁয়াজের দাম নিয়ে ব্যবসায়ীদের মত, পুজোর সময় দাম বৃদ্ধি পেলেও পরে তা কমে যায়। নাসিক থেকে পেঁয়াজ আসা শুরু হয়। কিন্তু এ বছর এখনও পর্যন্ত সে ভাবে পেঁয়াজ আসেনি। এ বার সেই আমদানি কম হওয়ায়, দাম চড়েছে বেশি। আলুরও দামও কমবে বলে আশাবাদী টাস্ক ফোর্স। তাদের মতে, অনেক বাজারে এখনও নতুন আলু আসেনি। ব্যবসায়ীরা ৩০-৩২ টাকা কেজি দরে আলু কিনছেন। তবে আগামী কয়েক দিনে সেই ছবি পাল্টে যাবে। আলু-পেঁয়াজের পাশাপাশি শীতের সব্জির দামেও হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। একটি ছোট ফুলকপির দামই ৩০-৩৫ টাকা। কয়েক দিনের মধ্যে সেই দাম কমবে বলে মনে করছে টাস্ক ফোর্স।