আগামী বছর পুজোর সময় টানা ১৩ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছরে সরকারি অফিসে শনি ও রবিবার মিলিয়ে পুজোর সময় টানা ১৬ দিন ছুটি ছিল। একইভাবে ছুটি দেওয়া হলে আগামী বছর পুজোর সময় টানা ১৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
আগামী বছরে (২০২৫) সরকারি অফিসে ছুটির দিনের তালিকার বিজ্ঞপ্তি এখনও বের করেনি অর্থদপ্তর। কিন্তু আগামী বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের দিনগুলি যেভাবে পড়েছে তাতে এবারের ফর্মুলা অনুসরণ করলে সরকারি অফিসে পুজোর ছুটি কমে যাবে। তবে আগামী বছর কালীপুজো-ভাইফোঁটার সময় বেশিদিন ছুটি পাওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মীদের। এবার কালীপুজোর সময় শনি-রবিবার মিলিয়ে টানা পাঁচদিন ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। আগামী বছর মাঝখানে তিনটি ছুটি দিলেই কালীপুজো-দেওয়ালির সময় টানা ৯ দিনও ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা।
এবছরে ৭ অক্টোবর সোমবার চতুর্থীর দিন সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হয়েছিল। কিন্তু তার আগে ৪ অক্টোবরের পর সরকারি অফিস ছুটি পড়ে গিয়েছিল। কারণ ৫-৬ অক্টোবর শনি-রবিবার ছিল। এবার ১৬ অক্টোবর বুধবার লক্ষ্মীপুজো ছিল। তারপরে দু’দিন বিশেষ ছুটি দেওয়া হয়েছিল। এরপর শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিন পর ২১ অক্টোবর সরকার অফিস খুলেছিল। ২০২৫ সালে ২৬ সেপ্টেম্বর শুক্রবার চতুর্থী পড়েছে। লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর, সোমবার। লক্ষ্মীপুজোর পরে এবারও দু’দিন ছুটি দেওয়া হলে সরকারি কর্মীরা পুজোর সময় শনি-রবিবারের দিনগুলি মিলিয়ে ১৩ দিন ছুটি পাবেন। এবছর মহালয়া ২ অক্টোবর পড়ার জন্য সরকারি কর্মীরা আলাদা ছুটি পাননি। আগামী বছরেও মহালয়া (২৮ সেপ্টেম্বর) রবিবার পড়েছে। আগামী বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। কালীপুজোর পর দু’টো দিন অতিরিক্ত ছুটি দিলে ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইফোঁটার পরের দিন অতিরিক্ত ছুটি দিলে সরকারি কর্মীরা শনি-রবি মিলিয়ে টানা ৯ দিন ছুটি পাবেন।