গেরুয়া গড়ে জোড়াফুলের ‘সার্জিক্যাল স্ট্রাইক’, মাদারিহাটে ঐতিহাসিক জয় তৃণমূলের

মাদারিহাট আসনটি বিজেপির দখলে ছিল। চলতি বছরের লোকসভা ভোটের নিরিখে ১১,০৬৩ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল।

November 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নভেম্বরের শেষ লগ্নে বঙ্গে সবুজ ঝড়, তৃণমূলের দাপুটে ব্যাটিংয়ে উপনির্বাচনের বাইশ গজে দাঁড়াতে পারেনি বিরোধীরা। দখলে থাকা পাঁচ আসন তো বটেই সেই সঙ্গে বিজেপির থেকে মাদারিহাট ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই প্রথম মাদারিহাটে জোড়াফুল ফুটল। তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৩০,৩০৯ ভোটে জয়ী হয়েছেন।

মাদারিহাট আসনটি বিজেপির দখলে ছিল। চলতি বছরের লোকসভা ভোটের নিরিখে ১১,০৬৩ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনে ২৯,৬৮৫ ভোটের ব্যবধানকে এগারো হাজারে কমিয়ে এনেছিল জোড়াফুল শিবির। উপনির্বাচনে আসনটির দখল নিল তৃণমূল।

উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে ২০১১ অবধি মাদারিহাট ছিল বামফ্রন্ট শরিক আরএসপির দখলে। কেবল ১৯৬৭-তে একবার জয়ী হয়েছিল কংগ্রেস। ২০১১-য় প্রবল মমতা হওয়াতেও মাদারিহাট লাল ছিল। ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হয় বিজেপি। এবার মনোজ টিগ্গা সাংসদ হতেই তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হল এবং তৃণমূল আসনটির দখল নিল। সিতাই, মাদারিহাটের মতো বিধানসভা, কোচবিহার লোকসভা একে একে উত্তরের হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল। অন্যদিকে, বিজেপির মাটি কি কেবলই আলগা হচ্ছে উত্তরবঙ্গে? মাদারিহাটে তৃণমূলের ঐতিহাসিক জয় ২০২৬-র আগে বিজেপিকে চিন্তায় রাখল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen