বোম্বাইয়ের বোম্বেটেও হার মানবে! লোকসভার ধাক্কা সামলে বাণিজ্যনগরীর বিধানসভা দখল NDA-র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্তুষ্টিই কি কাল হল মহা বিকাশ আঘাড়ির? জুনে লোকসভার ফল বেরোতেই মুম্বইয়ে জোর ধাক্কা খেয়েছিল এনডিএ।
৪৮ আসনের মহারাষ্ট্র লোকসভায় বিরোধীরা ৩১ আসন জিতেছিল। এনডিএ জেতে মাত্র ১৭ আসনে। নভেম্বরেই বদলে গেল ছবি। রাজ্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি ফিরছে। বিরোধী শিবির কার্যত ছত্রভঙ্গ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি একাই এগিয়ে ১২৭ আসনে। এতে মহাজুটির শরিকেরাও কার্যত চাপে। এখনও পর্যন্ত শিন্দে শিবির এগিয়ে ৫৬ আসনে। অজিত পওয়ার শিবির ৩৮ আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে ২২১ আসনে এগিয়ে বিজেপি জোট।
লোকসভার ফলপ্রকাশের পর বিজেপি ধাক্কা সামলাতে মরিয়া হয়ে উঠেছিল, আর বিরোধী শিবির ভুগছিল আত্মতুষ্টিতে। লাডলি বহেন, টোল ট্যাক্সে ছাড়, ইলেকট্রিক বিলে ছাড়ের মতো পদক্ষেপ করে মহাজুটির সরকার। লোকসভায় যে সংঘের সঙ্গে বিবাদে ধাক্কা খেতে হয়েছিল বিজেপিকে, এবার পুরোপুরি আসরে নেমে পড়ে সেই সংঘই রক্ষা করল বিজেপিকে। মহারাষ্ট্রে দলিত ভোটারদের একত্রিত করতে ৬০ হাজারের বেশি কর্মসূচি নিয়েছিল আরএসএস। ওবিসিদের একত্রিত করার কাজও করে গিয়েছে আরএসএস। অন্যদিকে, লোকসভা ভোটে জিতে নিজেদের মধ্যে খেয়োখেয়িতে ব্যস্ত ছিল কংগ্রেস, শিব সেনার উদ্ধব শিবির এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী। আসনরফা নিয়েও সমন্বয়ের অভাব ছিল। ফলে ক্ষমতা দখলের কাছাকাছি পৌঁছেও মহা বিকাশ আঘাড়ির হাতে রইল পেন্সিল।