এসপ্ল্যানেড ও শিয়ালদহ মেট্রোর সুড়ঙ্গ জুড়ে যাবে আগামী বছরে?

মেট্রো রেল সূত্রে খবর, একাধিক জটিলতার কারণে এসপ্ল্যানেড ও শিয়ালদহের মেট্রো রেলের সুড়ঙ্গের কাজ থমকে গিয়েছে

November 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এসপ্ল্যানেড ও শিয়ালদহ মেট্রো কবে জুড়বে? বহুবার থমকে গেলেও, এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর সুড়ঙ্গের কাজ এবার প্রায় শেষের দিকে। শুরু হচ্ছে লাইন পাতার কাজ। মেট্রো রেল সূত্রে খবর, একাধিক জটিলতার কারণে এসপ্ল্যানেড ও শিয়ালদহের মেট্রো রেলের সুড়ঙ্গের কাজ থমকে গিয়েছে। এখন কাজ প্রায় শেষের দিকে।

মেট্রো কর্তৃপক্ষের একাংশের মতে, আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে এই অংশে পরিষেবা
চালু হতে পারে। কলকাতা মেট্রোর কর্তারা কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে তাঁরা খুশি। সূত্রের খবর, আগামী বছর, ২০২৫ সালের প্রথম দিকে গ্রিন লইনের এ অংশের কাজ শেষ করে পরিষেব চালু করা সম্ভব হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চলে। এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে কাজ একধিক কারণে আটকে ছিল। আইনি জটিলতাও ছিল। সেই কাজ প্রায় শেষের দিকে।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নীচ দিয়ে যাবে, তাতে দু’টি সুড়ঙ্গ রয়েছে। পূর্বমুখী অর্থাৎ সেক্টর ফাইভমুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। লাইন পাতা শেষ। সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায়ই যাতায়াত করে। বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহমুখী সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বৌবাজারে। ২০১৯-র আগস্টে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বৌবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। ২০২২ সালের মে ও অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বারবার বিপত্তির জেরে এতদিনেও শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen