মাসের শুরুতেই ধাক্কা! ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

ডিসেম্বর পড়তেই ফের একবার বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় দাম বাড়ল ১৫.৫ টাকা

December 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিসেম্বর পড়তেই ফের একবার বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় দাম বাড়ল ১৫.৫ টাকা। এবার বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ১,৯২৭ টাকা খরচ করতে কলকাতায়। ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার অর্থাৎ রান্নার গ্যাসের দাম একই রয়েছে।

চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৬ টাকা। একটির মূল্য ১,৯৮০.৫ টাকা। দিল্লি ও মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬.৫ টাকা করে বেড়ে যথাক্রমে হয়েছে ১,৮১৮.৫ টাকা এবং ১,৭৭১ টাকা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রতি মাসেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। এবার ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত।

নাগাড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে আম জনতার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও বাড়তি চাপ তৈরি করছে। হোটেল-রেস্তোরাঁ, খাবারের দোকানগুলির মালিকরা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen