সাইবার প্রতারকদের হাতিয়ার এবার বিয়ের কার্ড!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিয়ের মরশুমে এবার সাইবার প্রতারকদের হাতিয়ার বিয়ের কার্ড! সোশ্যাল মিডিয়ায় বিশেষ ফাইলে কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়। প্রতারকরা সেটাকেই কাজে লাগাচ্ছে। পাত্র-পাত্রীর ছবি দেওয়া বিশেষ কার্ড পাঠাচ্ছে প্রতারকরা। তবে তা বিয়ের আমন্ত্রণপত্র নয়। তাতে ক্লিক করলেই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। অজানা নম্বর থেকে আসা এমন লিঙ্ক না-খোলার জন্য প্রচারে নামছে পুলিশ। সাইবার প্রতারকরা নানা কৌশল অবলম্বন করে। শীতের এই সময়টায় অনেকেই আমন্ত্রণ পান। প্রতারকরা তাকেই হাতিয়ার করেছে। পাত্র-পাত্রীর নাম পরিচয় দিয়ে বিয়ের কার্ডের মতোই বানানো হচ্ছে। অনেকেই তা খোলার চেষ্টার করবছেন। সেই ফাইল ডাউনলোড হয়ে গেলে প্রতারকরা অ্যাকাউন্ট খোলার চাবি পেয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, ভিন রাজ্যে এমন প্রতারণা বেড়েছে। লাগাতার প্রচারের ফলে অনেকে সচেতন হয়েছেন। তাই নয়া পন্থা! বিয়ের কার্ডের আদলে লিঙ্ক পেলে অনেকে ধন্দে পড়ে যাবেন। পুলিশ তরফে বারবার বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আসা বিয়ের কার্ড খোলার আগে তা ভালোভাবে পরখ করা দরকার। তা না হলেই বিপদ আসতে পারে।