ঝাড়গ্রামে ৭৯৩০ জন চাষির কাছ থেকে ২৩ হাজার মেট্রিক টনের বেশি ধান কিনল খাদ্যদপ্তর

গোটা জেলায় ধান কেনার জন্য ৫১টি স্বসহায়ক দল ও ১০টি সমবায় সমিতি ও ৪টি এফপিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

December 5, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
— প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নভেম্বর মাসে ধান কেনার প্রক্রিয়া শুরু করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও জেলা খাদ্যদপ্তর। ৩ ডিসেম্বর পর্যন্ত জেলায় মোট ৭৯৩০জন চাষির কাছ থেকে ২৩ হাজার ৯০০ মেট্রিক টন ধান কেনা হয়েছে। গোটা জেলায় ধান কেনার জন্য ৫১টি স্বসহায়ক দল ও ১০টি সমবায় সমিতি ও ৪টি এফপিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা খাদ্য নিয়ামক সুজয় দাস বলেন, ধান কেনায় গোটা জেলা থেকে খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে। যদি ধান বিক্রি করতে চাষিদের কোথাও কোনও অসুবিধা হয়, প্রকৃত লোকেশন জানালে আমরা তাড়াতাড়ি যথাযথ ব্যবস্থা নেব।পাকা ধান খামারে তোলার সঙ্গে সঙ্গেই সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি ধান চাষিরাও। এবারে ঝাড়গ্রাম জেলায় ২ লক্ষ ৫ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রেখেছে প্রশাসন। গত বছর থেকেই ভাগ চাষি বা অন্যের জমিতে চাষ করেন তাঁদের ধানও কেনার ব্যবস্থা করেছে প্রশাসন।

গত বছর কুইন্টাল প্রতি কুড়ি টাকা উৎসাহ ভাতা সহ ধানের দাম ছিল ২২০৩ টাকা। এবারে তা বেড়ে হয়েছে ২৩২০ টাকা। এই নিয়ে সাঁকরাইলের চাষি বিশ্বরঞ্জন মাহাত বলেন, আমাদের এলাকায় সরকারি সহায় মূল্যে জোরকদমে ধান কেনা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen