থাকা-খাওয়া-যাতায়াত সব মুশকিল আসান! মহাকুম্ভের প্যাকেজ ট্যুর নিয়ে হাজির IRCTC

ফ্লাইটে যাওয়ার সুযোগও থাকবে। এ বছরই কুম্ভের অনতিদূরে ২১ একর জায়গায় ৪০০টি টেন্ট তৈরি করেছে আইআরসিটিসি। সেই টেন্টগুলিতেই থাকার ব্যবস্থা করা হচ্ছে।

December 7, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
—- ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা স্টেশন থেকে ট্রেনে চেপে পড়লেই হল, একেবারে কুম্ভ স্নান করিয়েই বাড়ি পৌঁছে দেবে আইআরসিটিসি। রেলের সংস্থাটি বিশেষ ট্রেনে মহাকুম্ভের প্যাকেজ ট্যুর আয়োজন করছে। বেনারস এবং অযোধ্যার রামমন্দির ভ্রমণের সুযোগ থাকবে। হোটেল, গাড়ির ব্যবস্থা সবই করবে আইআরসিটিসি। ফ্লাইটে যাওয়ার সুযোগও থাকবে। এ বছরই কুম্ভের অনতিদূরে ২১ একর জায়গায় ৪০০টি টেন্ট তৈরি করেছে আইআরসিটিসি। সেই টেন্টগুলিতেই থাকার ব্যবস্থা করা হচ্ছে।

এলইডি টিভি থেকে শুরু করে বিলাসবহুল বিছানা, যাবতীয় আয়োজন থাকছে। আইআরসিটিসি অ্যাপ, ওয়েবসাইট, স্বীকৃত এজেন্টের মাধ্যমে বুকিং করা যাবে। বুকিংয়ের জন্য ৭০০৩১২৫১৩৫, ৮৫৯৫৯০৪০৭৭, ৭০০৩১২৫১৯৭ এবং ৯০০২০৪০০১১ নম্বরগুলিতে ফোন করতে পারবেন যাত্রীরা।

৩০০টি ডিলাক্স টেন্ট থাকছে। সেখানে দু’জন থাকলে মাথাপিছু ভাড়া ৬০০০ টাকা। ১০০টি প্রিমিয়াম টেন্ট, সেখানে দু’জনের মাথাপিছু ৯০০০ টাকা। থাকছে লাউঞ্জ, রিসেপসন, শিল্পীদের নিয়ে ভক্তিমূলক মনোরঞ্জনের ব্যবস্থা এবং সাত্ত্বিক আহার। ১০ জানুয়ারি থেকে সেগুলিতে ঢোকা যাবে।

ভারত গৌরব ট্রেনযাত্রীদের ক্ষেত্রে প্যাকেজ আলাদা। কলকাতা স্টেশন থেকে শুরু পাঁচ রাত্রি ছ’দিনের যাত্রায় স্লিপারে ভাড়া মাথাপিছু ১৯ হাজার ১০০ টাকা। এসি ৩ টিয়ারে মাথাপিছু ভাড়া ২৫ হাজার ১০০ টাকা। ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, রামপুরহাট প্রভৃতি স্টেশন থেকেও ট্রেনটি ধরা যাবে। ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি ছেড়ে ১৯ ফেব্রুয়ারি বেনারস পৌঁছবে। সন্ধ্যারতির পরে সেরাতে হোটেলে রাখা হবে যাত্রীদের। ২০ ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হবে মহাকুম্ভে। চার বেডের টেন্টে রাখা হবে। তাতে আলাদা টাকা দিতে হবে না। স্নানের পর ২২ ফেব্রুয়ারি তাঁদের নিয়ে যাওয়া হবে অযোধ্যার রামমন্দিরে। তারপর কাশী বিশ্বনাথ মন্দির দেখে কলকাতায় ফেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen