রাজ্য বিভাগে ফিরে যান

দীঘার মতো মেরিন ড্রাইভ তৈরি হবে বকখালিতে

December 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বকখালিতে পর্যটকদের স্বাগত জানাতে নামখানায় ঢোকার মুখে তৈরি হবে ‘ওয়েলকাম গেট’। এছাড়াও দীঘার মতো সাজাতে বকখালিতে তৈরি করা হবে মেরিন ড্রাইভ। ফ্রেজারগঞ্জের জেটিঘাট থেকে এই রাস্তা সমুদ্রের ধার বরাবর সোজা চলে যাবে বকখালির সমুদ্র সৈকতে। প্রায় ছ’কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর, হাতি কর্নার ও দাস কর্নার হয়ে বকখালিতে গিয়ে শেষ হবে। মূলত এই রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। পর্যটকরা সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই রাস্তা দিয়ে হেঁটেও যাতায়াত করতে পারবেন।

লক্ষ লক্ষ টাকা খরচ করে বকখালির বিস্তীর্ণ অংশে নদী বাঁধ তৈরি করা হচ্ছে। সমুদ্র ভাঙন রোধে ওই বাঁধ যথেষ্ট উঁচু ও চওড়া করার কাজ চলছে। নদী বাঁধ নির্মাণের কাজ শেষ হলে মেরিন ড্রাইভের কাজে হাত দেওয়া হবে। পুরো রাস্তাজুড়ে থাকবে বিদ্যুতের বাতিস্তম্ভ। এমনকী, পর্যটকদের আকর্ষণ বাড়াতে এই রাস্তার কিছু অংশে বিভিন্ন মডেলও রাখা হবে বলে জানা গিয়েছে গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদ সূত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bakkhali, #marine drive

আরো দেখুন