একশো দিনের কাজে বাংলার প্রাপ্য অর্থ না পাওয়া নিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি তৃণমূল সাংসদের
এবার এই বিষয়ে গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতি রাজের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।
December 10, 2024
|
2 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সংসদে লাগাতার সরব রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এবার এই বিষয়ে গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতি রাজের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।




কেন্দ্র যখন প্রাপ্য একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে বাংলাকে বিপদের মুখে ফেলেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের জন্য বাসস্থান, বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করছেন, তা ওই চিঠিতে উল্লেখ করেছেন সামিরুল।