রাজ্য বিভাগে ফিরে যান

সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা এবার লঞ্চে করে বিভিন্ন দ্বীপেও ঘুরতে পারবেন বকখালিতে

December 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা এবার লঞ্চে করে বিভিন্ন দ্বীপেও ঘুরে আসতে পারবেন। পর্যটকদের আকৃষ্ট করতে এমনই পরিষেবা চালু করছেন বকখালির হোটেল ব্যবসায়ীরা।

সুন্দরবনে বেড়াতে গেলে যেমন সারাদিন লঞ্চে করে বিভিন্ন স্থানে ঘুরতে পারেন পর্যটকরা, তেমনই এখানে পর্যটকদের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নিয়ে যাওয়া হবে। চলতি শীতেই এই নয়া পরিষেবা চালু করতে চলেছে হোটেল ব্যবসায়ীদের সংগঠন। তারা জানিয়েছে, সারাদিন লঞ্চে করে ঘুরতে পারবেন পর্যটকরা। লোথিয়ান, শুশনিয়া দ্বীপ এবং ভগবতপুর কুমির প্রকল্প ঘোরানো হবে তাঁদের। মাথাপিছু খরচ হবে ধরা দেড় থেকে দু’হাজার টাকা। খাওয়া-দাওয়া লঞ্চেই। সূত্রের খবর, লোথিয়ান অথবা শুশনিয়া দ্বীপ চারদিকে জলে ঘেরা। শীতের সময় এখানে অনেক পরিযায়ী পাখি আসে। পর্যটকরা সেখানে নানা বিদেশি পাখির ছবি তোলার পাশাপাশি নতুন পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন।

এই নয়া উদ্যোগ প্রসঙ্গে বকখালি-ফ্রেজারগঞ্জ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবরাজ জানা বলেন, এমনিতেই বকখালি সমুদ্র সৈকত তার জৌলুস হারিয়েছে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে সুন্দরবনের ধাঁচে সারাদিনের ভ্রমণ প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হোটেল থেকে টোটো করে পর্যটকদের হরিপুর ফেরিঘাট নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই লঞ্চে করে শুরু হবে এই ভ্রমণ। এর জন্য ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার মিনি লঞ্চ অপারেটর ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে হোটেল মালিকদের সংগঠনের। তাদের ১২টি লঞ্চকে এই বেড়ানোর কাজে ব্যবহার করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tourists, #Bakkhali

আরো দেখুন