নয়া ন্যায় সংহিতায় থাকবে পুরুষদের সুরক্ষাও, আনা হচ্ছে সংশোধনী

গত জুলাই মাসেই সবেমাত্র চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতার সর্বপ্রথম সংশোধন আনা হবে এই দুই ধারায়।

December 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
— ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এবং ৪৯৮ এ ধারা বহু চর্চিত এবং পরিচিত একটি আইন। নারীদের সামাজিক সুরক্ষা দিতেই এই আইন চালু হয়েছিল ১৯৮৩ সালে। যে কোনও নির্যাতন অথবা নিষ্ঠুর আচরণেই এই মামলা দায়ের করা যায়। ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির সম্পূর্ণ বদল করা হয়েছে চলতি বছরে। ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। মোদী সরকারের ওই নয়া ন্যায় সংহিতায় বধূ নির্যাতনের আ‌ইনের ধারা হয়েছে ৮৫ এবং ৮৬।

গত জুলাই মাসেই সবেমাত্র চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতার সর্বপ্রথম সংশোধন আনা হবে এই দুই ধারায়। সেপ্টেম্বর মাসেই আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল নিজের মন্ত্রককে নোট তৈরি করতে বলেছিলেন। সেইমতোই বেশ কিছু সংশোধন আনা হচ্ছে। নারীদেরই শুধু নয়, এবার পুরুষদেরও কিছু সুরক্ষা দেওয়া হবে। বিশেষ করে যদি প্রমাণিত হয় কোনও বধূ এই আইনের অপব্যবহার করেছে এবং মিথ্যা মামলায় প্রতারণা করে অর্থ আত্মসাত করেছে, সেক্ষেত্রে পাল্টা সাজার ব্যবস্থা থাকবে। আইন মন্ত্রক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে। আগামী বছরের বাজেট অধিবেশন এই সংশোধনী আইন পেশ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen