দেশ বিভাগে ফিরে যান

সোমবার সংসদে পেশ হতে চলছে ‘এক দেশ এক ভোট’ বিল?

December 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক দেশ এক ভোট-কে ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক! এহেন বিল নিয়ে তীব্র আপত্তি রয়েছে বিরোধীদের। কিন্তু অনড় বিজেপি। বৃহস্পতিবার এক দেশ এক ভোট প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা যাচ্ছে, সোমবার ‘এক দেশ এক ভোট’ চালুর জন্য দু’টি বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। একটি সংবিধান সংশোধনী বিল।

আগামীকাল, অর্থাৎ সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিলগুলি লোকসভায় পেশ করবেন বলে জানা গিয়েছে। লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে চায় মোদী সরকার। তা কার্যকর করতে সংবিধান সংশোধন করতে হবে। সংসদে দু’টি বিল আনছে সরকার। প্রথম বিলটি সংবিধান সংশোধনের, লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভা ভোট সংক্রান্ত। লোকসভার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু-কাশ্মীর ও পুদুচেরি বিধানসভার ভোট করানোর জন্য দ্বিতীয় বিল আনছে সরকার। আরও কয়েকটি আইনও সংশোধন করতে হবে।

‘এক দেশ এক ভোট’-র বিরোধিতায় সরব বিরোধী জোট ইন্ডিয়া। শনিবার তৃণমূল সাংসদ তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, দেশের আসল সমস্যা হল বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মণিপুরের হিংসা, টাকার দাম কমে যাওয়া, বিশ্ব বাজারে দাম কমলেও ভারতে জ্বালানির দাম অপরিবর্তিত থাকা। এই সমস্ত জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে ‘এক দেশ এক ভোট’-এর মতো ইস্যুকে সামনে আনছে কেন্দ্রের শাসকদল। মনে করা হচ্ছে, এই বিলকে ঘিরে উত্তাল হতে পারে সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha, #Parliament, #One Nation One Vote

আরো দেখুন