রাজ্য বিভাগে ফিরে যান

বিধাননগর মেলা উৎসবেও নেই বাংলাদেশ, কী বলছেন উদ্যোক্তারা?

December 17, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: দা টেলিগ্রাফ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিধাননগর মেলা উৎসবের আসর বসতে চলছে। ওই মেলায় কিছু বাংলাদেশি ব্যবসায়ীরও যোগ দেওয়ার কথা ছিল। উদ্যোক্তারা স্পষ্ট জানিয়েছে, মেলায় যোগ দিতে আসার দরকার নেই। তাঁরা যে অগ্রিম টাকা দিয়েছিলেন, তা ফেরত দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, সল্টলেক সেন্ট্রাল পার্কে মঙ্গলবার এই মেলার উদ্বোধন হবে। মেলার উদ্যোক্তা বিধাননগর পুরনিগম। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। মেলায় প্রায় ৫০০টি স্টল থাকবে।

ওপার বাংলায় এখন কেবল অশান্তি। ভারতের প্রতি বিদ্বেষ আর ঘৃণা জমেছে বাংলাদেশে। অভিযোগ, ভারত বিদ্বেষে মদত দিচ্ছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, অবমাননা করা হয়েছে ভারতের জাতীয় পতাকারও। তারপর থেকে এপার বাংলার আমজনতার মধ্যেও বাংলাদেশ নিয়ে অসন্তোষ বাড়ছে।

বিধাননগর মেলায় দোকান দেওয়ার জন্য আগেই স্টল ও প্যাভিলিয়ন ‘বুক’ করে রেখেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যে সংস্থা মেলা দেখভালের দায়িত্বে রয়েছে, তারা সাফ জানিয়েছে বাংলাদেশি ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বলে দেওয়া হয়েছে বিধাননগর মেলায় আসার প্রয়োজন নেই। ওই ব্যবসায়ীদের জমা করা টাকাও ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। সংস্থাটির আশঙ্কা, মেলায় যদি বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত থাকেন, তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladeshi, #Bidhannagar, #Bidhannagar Mela, #winter mela

আরো দেখুন