দেশ বিভাগে ফিরে যান

‘এক দেশ, এক ভোট’ বিল পেশের সময় লোকসভায় গরহাজির শান্তনু-জগন্নাথ, অনুপস্থিতি ঘিরে বিজেপি’র অন্দরে উঠছে প্রশ্ন

December 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘এক দেশ, এক ভোট’ বিল পেশের সময় লোকসভায় গরহাজির বিজেপিরই ২০ সাংসদ। তাদের মধ্যে বাংলার তিন সাংসদও রয়েছেন। তাঁরা হলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রনাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।

মঙ্গলবার লোকসভায় সকল সাংসদকে হাজির থাকতে হবে, এই মর্মে হুইপ জারি করেছিল বিজেপি। তারপরেও ২০ সাংসদের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠছে। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর ১২টায় সংসদে এক দেশ, এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইন প্রতিমন অর্জুনরাম মেঘওয়াল। নিয়ম মেনে তার আগে এক দফা ভোটাভুটি হয়।

বিজেপি আগে থেকেই জানত যে সংবিধানের ১২৯তম সংশোধনী পেশ মোটেও সহজ হবে না। ভোটপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আর তাই স্বাভাবিকভাবেই দলের সব সাংসদদের এদিন লোকসভায় উপস্থিত থাকার কথা বলে হয়েছিল। রীতিমতো হুইপ জারি করা হয়েছিল। তারপরেও দলীয় সাংসদদের অনুপস্থিতি বিজেপির শীর্ষ নেতৃত্বকে ভাবাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের একাংশের দাবি, এই বিল নিয়ে দলের অন্দরেও ফাটল রয়েছে। তাই ভোটাভুটির দিন অনুপস্থিত রইলেন ২০ সাংসদ।

হুইপ জারি সত্ত্বেও সাংসদদের গরহাজির থাকার ঘটনায় বেজায় চটেছে বিজেপি’র সংসদীয় দল। অনুপস্থিত সাংসদদের কাছে ইতিমধ্যেই গরহাজির থাকার কারণ জানিয়ে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। কেন হুইপ অমান্য করা হল, তার জবাব চাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bill, #bjp, #Shantanu thakur, #One Nation One Vote, #Jagannath Sarkar

আরো দেখুন