← দেশ বিভাগে ফিরে যান
গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চ দুর্ঘটনায় মৃত ১৩, নিখোঁজ একাধিক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার দুপুরে মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে নৌসেনার একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারে। এর ফলেই ১১০ জন যাত্রী-সহ লঞ্চটি জলে ডুবে যায় বলে জানা গিয়েছে। লঞ্চের যাত্রীসংখ্যা নিয়ে ধন্দ রয়েছে। চলছে উদ্ধারকাজ।
এপর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি যাত্রীকে। মৃত্যু হয়েছে ১৩ জনের। পুলিশ জানিয়েছে, ১১ টি নৌসেনার বোট এবং তিনটে মেরিন পুলিশের বোট উদ্ধারকাজে নামানো হয়েছে। তন্ন তন্ন করে খুঁজে দেখা হচ্ছে এলাকা। চারটি হেলিকপ্টারও হাত লাগিয়েছে একাজে। উদ্ধার হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৭ জনকে ভর্তি করা হয়েছে পোর্টের হাসপাতালে। ৯ জনের চিকিৎসা চলছে নৌসেনার তত্ত্বাবধানে।