তপসিয়ার পরে এবার নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন! ব্যাহত ট্রেন চলাচল
দুর্গাপুর ব্রিজে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তপসিয়ার পরে এবার দুর্গাপুর ব্রিজের কাছে নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে দুর্গাপুর ব্রিজে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে নিউ আলিপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যার পর আচমকাই আগুন লাগে বহুতলের পাশের বস্তিতে। বস্তি এলাকায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। কী ভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায় নি।