দেশ বিভাগে ফিরে যান

বছরভর Google-এ কোন ভারতীয়দের খোঁজ চলল, শীর্ষে কে?

December 23, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফি বছরের মতো এবারেও সর্বাধিক সার্চ হওয়া ব্যক্তিদের নিয়ে তালিকা প্রকাশ করল গুগল। ২০২৪ সালের সর্বাধিক সার্চ হওয়া দশ ভারতীয় ব্যক্তির নাম প্রকাশ করল গুগল।

ভারতের দশজন ব্যক্তির মধ্যে শীর্ষে রয়েছেন প্রাক্তন কুস্তিগীর তথা হরিয়ানার কংগ্রেস বিধায়ক ভীনেশ ফোগত। বিজেপি নেতা তথা তৎকালীন কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে পথে নেমেছিলেন ভীনেশ। চলতি বছর প্যারিস অলিম্পিক্সে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ফাইনালে পৌঁছেও ওজন বেশি থাকার জন্য বাদ দেওয়া হয় তাঁকে। দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন ভীনেশ। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে লড়ে বিধায়ক হন ভীনেশ।

দ্বিতীয় স্থানে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাতারাতি বিরোধী শিবির ছেড়ে এনডিএ শিবিরে নাম লিখিয়ে নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। নীতিশের কাছে শিবির বদল নিত্য দিনের ব্যাপার। এই নিয়ে পাঁচবার শিবির বদলেছেন তিনি। তাঁকে নিয়ে জনমানসে কৌতূহল তৈরি হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রাজনীতিবিদ, লোক জনশক্তি পার্টির (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান। চিরাগ বর্তমানে মোদীর তৃতীয় মন্ত্রিসভার সদস্য।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। চলতি বছর আইপিএলে রোহিত শর্মার কাছ থেকে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ায় তোপের মুখে পড়েছিলেন হার্দিক। জুনে টি-২০ বিশ্বকাপ জয়ে ভারতের ভূমিকা, স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদ নিয়েও গোটা বছর বেশ আলোচনায় ছিলেন হার্দিক।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন পবন কল্যাণ। অভিনেতা তথা জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণ চলতি বছর অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। বর্তমানে তিনি সে’ রাজ্যের উপ মুখ্যমন্ত্রী।

তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শশাঙ্ক সিং এবং অভিষেক শর্মা।
তালিকার অষ্টম স্থানে রয়েছেন মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডে। যিনি চলতি বছর ফেব্রুয়ারিতে নিজের মৃত্যুর ভুয়ো খবর প্রচার করেন। পরে জানিয়েছিলেন, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতনা ছড়ানোর জন্য এমন কাণ্ড করেছিলেন তিনি। তালিকার নবম স্থানে রয়েছেন রাধিকা মার্চেন্ট। চলতি বছর ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে বিয়ে করেন তিনি। দীর্ঘ কয়েক মাস ধরে চলছিল বিবাহ পর্ব। তালিকার দশম স্থানে রয়েছেন ব্যাটমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#search engine, #Indians, #2024, #Google

আরো দেখুন