কলকাতা বিভাগে ফিরে যান

বড়দিনে রাত ১১ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো রেক যাত্রা করবে

December 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষশেষের উৎসবে মাততে চলেছে শহরবাসী। ২৫ ডিসেম্বর ব্লু লাইনে শেষ মেট্রোর সময়ে বদল। ওই দিন বহু মানুষ পার্ক স্ট্রিটে ঘুরতে যান। সেখানে রাজ্য সরকার আয়োজিত ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৪’ চলছে। তাঁদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের।

বড়দিনে রাত ১১ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো রেক যাত্রা করবে। অন্যদিকে, আগামী কাল রাত ১০টা ৫৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও ওইদিন রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে যাত্রা করা জোড়া নাইট স্পেশাল মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। কলকাতা মেট্রোর তরফে জানান হয়েছে, বড়দিনে সবমিলিয়ে সংশ্লিষ্ট করিডরে ২২৪টি মেট্র চলবে। পাশাপাশি ওই বিশেষ দিনের ‘পিক আওয়ার’ দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সাত মিনিটের ব্যবধানে আপ-ডাউনে মেট্রো চলাচল করবে।

রাতের দিকের সময়সূচি বদল হলেও দিনের প্রথম পরিষেবা অপরিবর্তিত থাকবে। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী রেল যাত্রা করবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনে কবি সুভাষ থেকে যথাক্রমে রাত সাড়ে ন’টায় ও রাত ৯টা ৪০ মিনিটে শেষ দক্ষিণেশ্বরগামী ও দমদমমুখী রেক ছাড়ে। আগামী কাল সেই সময় বদলে হবে যথাক্রমে – রাত ১০টা ৪৯ মিনিট ও রাত ১১টা। দক্ষিণেশ্বর থেকে সাধারণ দিনগুলিতে শেষ রেক ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। তা বড়দিনের বদলে হবে রাত ১০টা ৫৩ মিনিট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Christmas Day, #metro rakes, #Kavi Subhash, #Dakshineswar

আরো দেখুন