বকখালিতে বালির ভাস্কর্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরা

সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে একসময় বিভিন্ন জলজ প্রাণীর দেখা পাওয়া যেত।

January 2, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বকখালিতে বালির ভাস্কর্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরা। মূলত পরিবেশরক্ষার বার্তা দিতে বকখালির সমুদ্র সৈকতে এই ভাস্কর্য তৈরি করেছেন ৩০ জনের মতো শিল্পী। তাঁদের কর্মসূচির স্লোগান, ‘এখন সময় পরিবেশের জন্য’।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে একসময় বিভিন্ন জলজ প্রাণীর দেখা পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেগুলি আর দেখতে পাওয়া যায় না। বিভিন্ন সংরক্ষিত এলাকায় গিয়ে জলজ সেই প্রাণী দেখতে হয়। তাই সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধিতে বালির ভাস্কর্য তৈরি করে মানুষের কাছে বার্তা দিতে চাইছেন শিল্পীরা। এছাড়াও প্লাস্টিক বর্জন সহ নদী ও সমুদ্র দূষণমুক্ত রাখার বার্তাও তুলে ধরছেন তাঁরা।

জানা গিয়েছে, ‘আর্ট উইন্ড’ নামে আন্তর্জাতিক এক শিল্পগোষ্ঠী বকখালিতে তিন দিনের এই কর্মসূচি পালন করেছে। নাম দিয়েছে ‘বকখালি আর্ট কার্নিভাল ২০২৪’। প্রায় ১০৬ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া করে বালির উপর নানা ধরনের ভাস্কর্য তৈরি করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen