ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির ‘সেবাশ্রয়’-র উদ্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দেখুন LIVE

ঘোষণা মতোই আজ, ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে শুরু হল ‘সেবাশ্রয়’ কর্মসূচি।

January 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঘোষণা মতোই আজ, ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে শুরু হল ‘সেবাশ্রয়’ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে প্রকল্পের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাত বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন হয়েছে এই প্রকল্পের আওতায়। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে শিবির শুরু হল, সরেজমিনে খতিয়ে দেখলেন অভিষেক।

বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় এসডিও মাঠে পৌঁছে যান অভিষেক। এরপরই প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক। সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরগুলিতে বিনামূল্যে ওষুধ মিলবে, পরীক্ষা-নিরীক্ষা, রেফারেল পরিষেবা, হেল্পডেস্ক ও অ্যাপভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের ব্যবস্থা থাকবে। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যশিবিরগুলি চালু থাকবে। রোগ সচেতনতা নিয়ে একটি পুস্তিকাও তুলে দেওয়া হবে রোগীদের হাতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen