বন্ধ হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন? আন্দোলনে তৃণমূল

সিঙ্গুর স্টেশন থেকে সকাল ৮ টা ১২ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া যাতায়াত করত।

January 2, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরের ঐতিহাসিক কৃষি জমি আন্দোলনকে স্মরণীয় রাখতে চালু হয়েছিল সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন। সিঙ্গুর স্টেশন থেকে সকাল ৮ টা ১২ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া যাতায়াত করত। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন চালু করেছিলেন। শোনা যাচ্ছে, নয়া বছর থেকে এই ট্রেন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। তারই প্রতিবাদে সিঙ্গুর ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান বিক্ষোভে করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না-সহ তৃণমূল নেতৃত্ব ও রেল যাত্রীরা।

সিঙ্গুরের বিধায়ক জানান, পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তারকেশ্বর পর্যন্ত সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে। সিঙ্গুর জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বাচ্ছন্দের সঙ্গে রেলে যাতায়াত করতে পারতেন তাঁরা। মন্ত্রীর অভিযোগ পূর্ব রেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।

প্রতিবাদে মিছিলেও হেঁটেছেন মন্ত্রী। আন্দোলনের দাবি, ট্রেনটিকে পুনরায় সিঙ্গুর থেকে আন্দোলন লোকাল ট্রেন নাম করে সিঙ্গুর স্টেশন থেকে হাওড়া অভিমুখে পাঠানো হবে।
যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের চাহিদা আছে সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen