রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার বাড়ির টাকা লোপাট কাণ্ডে গ্রেপ্তার BJP-র পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ দু’জন

January 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার বাড়ির টাকা লোপাট কাণ্ডে এবার বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী সহ দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ উঠছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কয়েকজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে ২০-২৭ হাজার টাকা পর্যন্ত উধাও হয়েছে। এ ঘটনায় শোরগোল পড়ে যায়। পুলিশ প্রশাসন তৎপর।

জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর আটক করা হয়েছিল পাঞ্জিপাড়া পঞ্চায়েতের বিজেপি সদস্যের স্বামী ও স্থানীয় সাইবার ক্যাফের মালিককে। সোমবার রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর টাকা লোপাট কাণ্ডে দু-জন যুক্ত থাকার কথা জানতে পারে পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃতদের নাম মনোজিৎ বিশ্বাস ও শুভেন্দু বিশ্বাস। বিজেপির পঞ্চায়েত সদস্য আরতি বিশ্বাসের স্বামী মনোজিৎ। মঙ্গলবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে তুলেছিল পুলিশ। একজনের ক্যাফে থেকে আধার লিঙ্ক করা হয়েছিল। এই প্রকল্পে আধার লিঙ্কের প্রয়োজন ছিল না। গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী জানার পরও উপভোক্তাকে নির্দিষ্ট ক্যাফেতে গিয়ে আধার লিঙ্ক করতে বলেছিলেন। প্রাথমিকভাবে টাকা লোপাটের সঙ্গে তাদের যোগ উঠে এসেছে। ধৃত দু’জনের ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেপ্তার হওয়াতে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলার বাড়ির টাকা লোপাট কাণ্ডে বিজেপি নেতার গ্রেপ্তারিতে মুখ পুড়েছে পদ্ম পার্টি। গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি আগেই দাবি করেছেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা লোপাট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বদনাম করার গভীর চক্রান্ত করেছে বিজেপি। অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ জড়িত কি-না তদন্ত চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #banglar bari scam

আরো দেখুন