মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ অর্থ খরচে ব্যর্থ অধিকাংশ বিজেপি শাসিত রাজ্য

মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে ‘প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ’ (পিএম-পোষণ) করেছেন নরেন্দ্র মোদী।

January 14, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষামন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ অর্থ খরচে ব্যর্থ অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যই। এক্ষেত্রে একপ্রকার শিকেয় উঠেছে নজরদারি। যার ফল ভুগতে হচ্ছে স্কুলের কচিকাঁচাদের।

মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে ‘প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ’ (পিএম-পোষণ) করেছেন নরেন্দ্র মোদী। ওই রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে পিএম-পোষণ প্রকল্পে মোট ১ হাজার ৩৩৪ কোটি ৭ লক্ষ টাকা দিয়েছিল কেন্দ্র। কিন্তু যোগীরাজ্য খরচ করেছে মাত্র ১ হাজার ১৬৪ কোটি ২২ লক্ষ টাকা। অপর ডাবল ইঞ্জিন রাজ্য রাজস্থান ওই আর্থিক বছরে পেয়েছে ৮৯৯ কোটি ৬০ লক্ষ টাকা। অথচ তার মধ্যে মাত্র ৬৮৩ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ করেছে তারা। মহারাষ্ট্রের চিত্রটাও মোটের উপরে এক। ২০২২-২৩ অর্থবর্ষে তারা ১ হাজার ৫৯২ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে। খরচ করেছে ১ হাজার ৪২৪ কোটি ১ লক্ষ টাকা।

আর এক বিজেপি শাসিত রাজ্য অসম ওই একই সময়ে পিএম-পোষণ প্রকল্পে ৮৮৭ কোটি ২১ লক্ষ টাকা পেলেও খরচ করেছে মাত্র ৭১৯ কোটি ৬ লক্ষ টাকা। অর্থাৎ শুধুমাত্র একটি আর্থিক বছরেই একের পর এক বিজেপি শাসিত রাজ্য প্রকল্পের টাকা খরচই করতে পারেনি। সেক্ষেত্রে স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাবার কীভাবে জোগানো গিয়েছে? এই প্রশ্নই তুলছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। আর এই বিজেপি শাসিত রাজ্যগুলির খারাপ পরিস্থিতির সার্বিক প্রভাব পড়েছে সমগ্র দেশে।

বদলেছে মোড়ক। মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে ‘প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ’ (পিএম-পোষণ)করেছেন নরেন্দ্র মোদি। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে কি? স্কুল পড়ুয়াদের অপুষ্টি দূর করার লক্ষ্যে খাবার জোগাতে এই প্রকল্প চালু করা হয়েছিল। শিক্ষামন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, বরাদ্দ অর্থ খরচে ব্যর্থ অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যই। এক্ষেত্রে একপ্রকার শিকেয় উঠেছে নজরদারি। যার ফল ভুগতে হচ্ছে স্কুলের কচিকাঁচাদের। ওই রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে পিএম-পোষণ প্রকল্পে মোট ১ হাজার ৩৩৪ কোটি ৭ লক্ষ টাকা দিয়েছিল কেন্দ্র। কিন্তু যোগীরাজ্য খরচ করেছে মাত্র ১ হাজার ১৬৪ কোটি ২২ লক্ষ টাকা। অপর ডাবল ইঞ্জিন রাজ্য রাজস্থান ওই আর্থিক বছরে পেয়েছে ৮৯৯ কোটি ৬০ লক্ষ টাকা। অথচ তার মধ্যে মাত্র ৬৮৩ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ করেছে তারা। মহারাষ্ট্রের চিত্রটাও মোটের উপরে এক। ২০২২-২৩ অর্থবর্ষে তারা ১ হাজার ৫৯২ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে। খরচ করেছে ১ হাজার ৪২৪ কোটি ১ লক্ষ টাকা।
আর এক বিজেপি শাসিত রাজ্য অসম ওই একই সময়ে পিএম-পোষণ প্রকল্পে ৮৮৭ কোটি ২১ লক্ষ টাকা পেলেও খরচ করেছে মাত্র ৭১৯ কোটি ৬ লক্ষ টাকা। অর্থাৎ শুধুমাত্র একটি আর্থিক বছরেই একের পর এক বিজেপি শাসিত রাজ্য প্রকল্পের টাকা খরচই করতে পারেনি। সেক্ষেত্রে স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাবার কীভাবে জোগানো গিয়েছে? এই প্রশ্নই তুলছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। আর এই বিজেপি শাসিত রাজ্যগুলির খারাপ পরিস্থিতির সার্বিক প্রভাব পড়েছে সমগ্র দেশে। কারণ ওই রিপোর্টে স্পষ্ট হয়েছে, নতুন নামে প্রকল্প চালু হলেও প্রায় কোনও বছরই সারা দেশে বরাদ্দ অর্থের পুরো টাকা খরচ হয়নি। প্রায় নিয়মিতই পড়ে থেকেছে কয়েকশো কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen