মোদীর মুখে গ্রাম স্বরাজ! কোথায় হারিয়ে গেল স্মার্ট সিটি এবং ডিজিটাল ইন্ডিয়া?
মোদী আমলে এক দশকে মুখ থুবড়ে পড়েছে নাগরিক উন্নয়ন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে এক দশকে মুখ থুবড়ে পড়েছে নাগরিক উন্নয়ন। স্মার্ট সিটি এবং ডিজিটাল ইন্ডিয়া থেকে উল্টো দিকে ঘুরে এখন মোদীর মুখে গ্রাম স্বরাজের কথা।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, শহরাঞ্চলে পণ্য ক্রয় প্রবণতা তলানিতে এসে ঠেকেছে। ২০১৪ সালে মোদী বলেছিলেন, ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্প ব্যর্থতার পাহাড়। গর্ত খোঁড়া ছাড়া কোনও কাজ নেই মনরেগা প্রকল্পে। দশ বছরের মোদী শাসনে শহরে কাজ না পেয়ে গ্রামীণ ভারত সবথেকে বেশি নির্ভরশীল এই প্রকল্পের উপর। শহর-নির্ভর অর্থনীতি দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আগামী লক্ষ্য গ্রাম স্বরাজ। তবে কি সম্বিত ফিরল মোদীর?
শনিবার মোদী বলেছেন, গ্রামে শহরের সবরকম সুবিধা ও উন্নয়ন পৌঁছে দিতে হবে। মহাত্মা গান্ধীর বাণী ও স্বপ্নকে উদ্ধৃত করেছেন প্রধানমন্ত্রী। শনিবার স্বামীত্ব নামক প্রকল্পে জমি ও সম্পত্তির মালিকানার সার্টিফিকেট দেশের ৫০ হাজার গ্রামের ৬৫ লক্ষ মানুষকে দেওয়া হল। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাপকদের একাংশের সঙ্গে কথাও বলেন। ভাষণে আমিত্ব প্রবণতার পুনরাবৃত্তি করে তাঁর দাবি, ১০ বছর আগে পর্যন্ত জমির বৈধ কাগজপত্র কাছে না-থাকায় লক্ষ লক্ষ গ্রামবাসীর সম্পত্তির দাম ছিল শূন্য। প্রয়োজনে লোনও পেত না তারা। তাঁরা ক্ষমতায় এসে এই সম্পত্তির সার্টিফিকেট দেওয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশে ড্রোন মারফত জমি ও বাড়ির ম্যাপিং চলছে। গ্রামস্বরাজের ঘোষণা করে মোদীর দাবি, ১০ বছরে সরকারের যে বৃহৎ প্রকল্পগুলি রূপায়িত হয়েছে, তার সিংহভাগই গ্রামের জন্য। দীর্ঘ বক্তৃতায় কর্মসংস্থান এবং ১০০ দিনের কাজ নিয়ে একটি শব্দও ব্যয় করেননি মোদী।