রোলস রয়েস থেকে অডি, পূর্ণকুম্ভে বিলাসবহুল গাড়ির মেলা! সন্ন্যাসীদের বাহন দেখে তাজ্জব দুনিয়া
পূর্ণকুম্ভে বিলাসবহুল গাড়ির মেলা বসেছে রীতিমতো। বিভিন্ন আখড়ার সন্ন্যাসীদের সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। ১৯৬৫ সালের রোলস রয়েস হোক বা অত্যাধুনিক অডি, এমন বহুমূল্য গাড়ি দেখে তাজ্জব দুনিয়া।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ণকুম্ভে বিলাসবহুল গাড়ির মেলা বসেছে রীতিমতো। বিভিন্ন আখড়ার সন্ন্যাসীদের সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। ১৯৬৫ সালের রোলস রয়েস হোক বা অত্যাধুনিক অডি, এমন বহুমূল্য গাড়ি দেখে তাজ্জব দুনিয়া। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনও গাড়ির দাম ২৫ লক্ষ, কোনওটি আবার ২০ কোটি টাকা। গাড়িগুলোর রঙ মূলত গেরুয়া বা সাদা। আখড়ার অধিকাংশ সাধুর দাবি, গাড়িগুলো পীঠধীশ্বর, মহামণ্ডলেশ্বর, মণ্ডলেশ্বর, মোহন্ত পদে থাকা প্রবীণ সন্ন্যাসীদের। প্রতিটি গাড়ির নেম প্লেটে লেখা রয়েছে সাধুদের পদ ও সংগঠনের নাম।
তথাকথিত ‘ভিআইপি’ এলাকা সেক্টর ২০-র ত্রিবেণী মার্গ ও কালী মার্গে বেশিরভাগ বিলাসবহুল গাড়ি রয়েছে। পদযাত্রা করে কুম্ভ মেলায় আসেন বিভিন্ন আখড়ার সদস্যরা। পদযাত্রার শুরুতে ছিল শ্রী পঞ্চ দশনম জুনা আখড়া ও কিন্নর আখড়া। জুনা আখড়ার মহা মণ্ডলেশ্বর পবিত্রানন্দ গিরি ১৯৬৫ সালের রোলস রয়েসে চেপে রাজকীয় কায়দায় পদযাত্রায় অংশগ্রহণ করেন।
আখড়ার সদস্যরা আবার গাড়ি ভাড়াও নেন। প্রতিদিন গুণতে হয় ৫ লক্ষ টাকা! সাধু-সন্ন্যাসীদের ব্যক্তিগত সংগ্রহেও একাধিক গাড়ি রয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য স্বামী বাসুদেবানন্দ, পেশওয়াইয়ে অর্থাৎ পদযাত্রায় দু’টি রোলস রয়েস নিয়ে হাজির ছিলেন তিনি। দাম ২০ কোটি টাকা। তুলসী পীঠের প্রধান জগৎগুরু রামভদ্রাচার্যের রয়েছে গেরুয়া রংয়ের অডি, দাম ৫০ লক্ষের বেশি। নিরঞ্জনী আখড়ার তাঁবুতে রয়েছে কালো মার্সিডিজ। সিনেমার তারকাদের মতো ভ্যানিটি ভ্যানে চড়ে পুণ্যের কুম্ভে এসেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। দেড় কোটির এই ভ্যানিটি ভ্যান তাঁর গুরু প্রয়াত শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীকে উপহার দিয়েছিলেন এক উদ্যোগপতি। সন্ন্যাসীর ত্যাগকে পিছনে ঠেলে কুম্ভ মেলা জুড়ে এখন শুধুই বিলাসিতার ছবি।