খোলা বাজারে বেড়েছে ধানের দাম, লাভের মুখ দেখছেন চাষিরা

পঞ্চাশ হাজারের বেশি চাষির থেকে এই ধান কেনা হয়েছে।

January 20, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে চালের ব্যাপক চাহিদা বৃদ্ধির কারণে ধান কেনার গতি বৃদ্ধি করা গিয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে। সম্প্রতি, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে চাল রপ্তানির কাজ শুরু করেছে ভারত। যা গতবছর দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। ফলে ধান কেনার গতি বাড়তেই নিয়ন্ত্রণে এসেছে ফড়েদের দাপট। খোলা বাজারেও বেড়েছে ধানের দাম। সরকারি সিপিসির পাশাপাশি ধান বিক্রির বিকল্প রাস্তা খুলে গিয়েছে চাষিদের কাছে। খোলা বাজারে ধান বিক্রি করে লাভের মুখ দেখছেন চাষিরা। দু’ মাসের কম সময়ের মধ্যেই নদীয়া জেলার দেড় লক্ষ মেট্রিক টনের বেশি ধান কেনা হয়ে গিয়েছে। পঞ্চাশ হাজারের বেশি চাষির থেকে এই ধান কেনা হয়েছে।

প্রশাসনের এক আধিকারিক কথায়, ‘নিয়মিত নজরদারি চালানো হয়েছে সিপিসিগুলোতে। বিভিন্ন সময় অভিযান করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। দু’ মাসের কম সময়ের মধ্যেই বিপুল পরিমাণ ধান কেনা হয়েছে। বহু চাষি উপকৃত হয়েছেন।’

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলার চলতি মরশুমে ৩ লক্ষ ৫ হাজার মেট্রিক টন ধান কিনবে। গত ২৩ নভেম্বর থেকে নদীয়া জেলায় ধান‌ কেনা শুরু হয়। এখনও পর্যন্ত, দু’ মাসের কম সময়ের মধ্যে ১ লক্ষ ৬০ হাজার মেট্রিক টন ধান কেনা হয়ে গিয়েছে। এত অল্প সময়ে নদীয়া জেলার প্রায় ৫৩ হাজার চাষির কাছ থেকে এই ধান‌ কেনা হয়েছে। যেখানে জেলায় নথিভুক্ত চাষিরা সংখ্যা ৮১ হাজার।

প্রসঙ্গত, চাষিদের থেকে সরকারের ধান কেনার অন্যতম উদ্দেশ্য হল ফড়েদের হাত থেকে তাঁদের রক্ষা করা। পাশাপাশি খোলা বাজারে চাপ তৈরি করে ধানের মূল্য পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করা। যাতে অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পড়ে চাষিরা ক্ষতির সম্মুখীন না হন। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান বিক্রি করেই যাতে লাভের মুখ দেখেন তাঁরা। কারণ সরকারের তরফ থেকে চাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য সবচেয়ে বেশি দাম দেওয়া হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের চাষিরা ধান বিক্রি করে উৎসাহ ভাতা সহ কুইন্টাল প্রতি ২৩২০ টাকা পান। সেখানে সচরাচর খোলা বাজারে ব্যবসায়ীরা চাষিদের থেকে কম-বেশি ২০০০ টাকা কুইন্টালে ধান কেনে। কৃষি‌ বিশেষজ্ঞদের দাবি, সরকারি মূল্য এবং বাজারে মূল্যের অতিরিক্ত বৈষম্যের কারণেই মাঝখান থেকে ফড়েরা সুবিধা নেয়। তার উপর সরকারের তরফ থেকে ধান কেনার গতি কমিয়ে রাখলে, ফড়েরাই চাষিদের থেকে কম দামে ধান কিনে নেয়। তবে বর্তমানে খোলা বাজারে ধানের দাম বেড়ে হয়েছে কুইন্টাল পিছু ২২০০ থেকে ২২২০ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen