প্রতীক্ষার অবসান, দক্ষিণ দিনাজপুরে শুরু হল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ

দীর্ঘদিন জমিটি খালি পড়েছিল। গত বিধানসভা ভোটের আগে ওই জমিতে শিল্প তৈরির ঘোষণা হয়েছিল।

January 31, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ প্রতীক্ষার পর ৮ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু করল প্রশাসন। বালুরঘাট শহর লাগোয়া পশ্চিম রায়নগরে ৫.৩১ একর জমিতে এই কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন জমিটি খালি পড়েছিল। গত বিধানসভা ভোটের আগে ওই জমিতে শিল্প তৈরির ঘোষণা হয়েছিল। এরপর কেটে গিয়েছে কয়েকবছর। ২০২৪ সালে ওই জমিতে শিল্পের পরিকাঠামোগত উন্নয়নের জন্য টেন্ডার করা হয়। নতুন বছরে, জানুয়ারিতে কাজ শুরু হল। দক্ষিণ দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার স্বপন কুমার প্রামাণিক বলেন, ৫.৩১ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রাচীর ও অন্যান্য পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। আপাতত ওই কাজের জন্য ৮ কোটি ৩৬ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে। কাজ হয়ে গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

কয়েকবছর আগে পশ্চিম রায়নগরে জমি দেখেছিল প্রশাসন। ওই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ওই জমিতে ১৩ কোটি ৩০ লক্ষ টাকার কাজের ডিপিআর তৈরি হয়। আপাতত ওই জমিতে পরিকাঠামো উন্নয়নের জন্য ৮ কোটি ৩৬ লক্ষের কাজ করা হচ্ছে। মূলত ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় পাটের চাষাবাদ বেশি। তাই পাটজাত শিল্প কিংবা অন্য শিল্প গড়ে তোলা হবে। বৃহস্পতিবার জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, মুখ্যমন্ত্রী এই জেলায় শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। আস্থা বাস্তবায়িত হচ্ছে। এই কাজ হলে এলাকায় অনেক কর্মসংস্থান হবে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু হওয়ায় জেলায় খুশির হাওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen