ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে বরুণ চক্রবর্তী, টি-২০ সিরিজের পারফরম্যান্সে খুলল দরজা?

সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভারতীয় দল এই সিরিজ খেলতে নাগপুরে পৌঁছে গিয়েছে।

February 4, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমানে ইংল্যান্ড দল ভারত সফরে রয়েছে, গতকাল মুম্বাইতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়েছিল। সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ভারতীয় দল ৪-১ ব্যবধানে সিরিজ জয় লাভ করেছে। এবার বাঁকি রয়েছে দুই দলের মধ্যে ওডিআই সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভারতীয় দল এই সিরিজ খেলতে নাগপুরে পৌঁছে গিয়েছে।

একদিনের সিরিজের দলে ডাক পেলেন বরুণ চক্রবর্তী। সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কেকেআরের রহস্য স্পিনার। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দারুণ ছন্দে ছিলেন। যার পুরস্কার পেলেন। প্রাথমিকভাবে একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। কিন্তু নাগপুরে দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায় বরুণকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছিল। যার কারণে তৎকালীন বোর্ড সচিব জয় শাহ রোহিতকেই ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে আইসিসির এই টুর্নামেন্টে দেখতে চেয়েছিলেন। আর সেই রোহিতকেই দলের নেতা হিসেবে দেখতে পাওয়া যাবে। পাশাপশি, ভারতীয় দলের সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। তাকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে বলে তাকেই এখন থেকে বানাতে চাইছে বিসিসিআই।

ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকেও দলে জায়গা দেওয়া হয়নি। শুধু তাই নয়, এমন অনেক খেলোয়াড় আছে যারা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েও ওয়ানডে সিরিজে জায়গা পাননি।

একদিনের সিরিজে ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen