BGBS: পশ্চিমবঙ্গেই রয়েছে বেশিরভাগ বিনিয়োগ, জানালেন ITC কর্তা সঞ্জীব পুরী

রাজ্যে নতুন করে উৎপাদন বাড়াতে আইটিসি নিমগড়ের উদ্যোগ নিয়েছে, যার মূল লক্ষ্য় হাজার নিম গাছ লাগানো ।

February 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার BGBS-এর প্রথম দিনে ITC-র চেয়ারম্য়ান সঞ্জাব পুরী সাফ জানিয়ে দিলেন যে প্যান ইন্ডিয়া কোম্পানি হওয়ার কারণে তারা দেশের যেকোনও জায়গায় বিনিয়োগ করতে পারেন, তবুও, পশ্চিমবঙ্গে রয়েছে তাদের বেশিরভাগ বিনিয়োগ। ইতিমধ্যেই এখানে ১৮টি উৎপাদন ইউনিট চালাচ্ছেন তারা, যার মধ্যে একটি সবে শুরু হয়েছে।

তিনি বলেন, বাংলায় আগের মতো পরিস্থিতি আর নেই। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, যার সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরাও। পাশাপাশি রাজ্যে বড় বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি।

সঞ্জীব পুরী জানিয়েছেন, বাংলায় ইতিমধ্যেই একাধিক হোটেল, কৃষি ক্ষেত্র এবং তথ্য় প্রযুক্তি, এই তিন খাতে বিনিয়োগ করেছে ITC। সম্প্রতি সাড়ে ৭৫০০ কোটি রাজ্যের আইটি সেক্টরে বিনিয়োগ করেছে আইটিসি। কলকাতাকে বাছা হয়েছে গ্লোবাল সেন্টার ফর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স হিসাবে।

এছাড়াও রাজ্যে নতুন করে উৎপাদন বাড়াতে আইটিসি নিমগড়ের উদ্যোগ নিয়েছে, যার মূল লক্ষ্য় হাজার নিম গাছ লাগানো । এখানে আরএনডি করে নিমের একাধিক পণ্য় তৈরি করা হবে।

রাজ্যে ITC-র৬ টি হোটেল রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এই হোটেলের সংখ্যা ১২ তে পুছবে বলে জানান সঞ্জীব পুরী ।

বর্তমানে এরাজ্যে ITC ১ লাখের ওপর কৃষকদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাহায্য় করছে। আগামী দিনে এই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে বলে জানান সঞ্জীব পুরী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen