BGBS: সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব, ২১২টি মউ স্বাক্ষর অষ্টম বাণিজ্য সম্মেলনে
February 6, 2025
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS)সমাপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘শুধু আজকেই ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে।’’ এছাড়া রাজ্য সরকারের সঙ্গে ২১২টি মউ (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শুধু মুকেশজিই (আম্বানি) বাংলায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন।’’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সকলেই মানছেন বাংলা বদলে গিয়েছে। সকলেই মানছেন প্রতি বছর কলেবরে বাড়ছে বিজিবিএস। তাই এখন শুধু দেশের শিল্পপতিরাই নন, ২০টি অন্য দেশ আমাদের সহযোগী হয়েছে।’’