বিজিবিএস-এর মঞ্চে Amazon-র সঙ্গে গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষর রাজ্যের

বাংলায় বিশেষ নজর অ্যামাজন ইন্ডিয়ার।

February 7, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় বিশেষ নজর অ্যামাজন ইন্ডিয়ার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বড় চুক্তি সারল বিশ্বের অন্যতম বৃহত এই ই-কর্মাস সংস্থাটি। বৃহস্পতিবার বিজিবিএস-এর মঞ্চে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রাজ্যের এমএসএমই ব্যবসায়ীদের অ্যামাজন গ্লোবাল সেলিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে তাঁরা নিজেদের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও অঞ্চলে রফতানি করতে পারবেন।

রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন, ছোট ব্যবসাগুলিকে যাতে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা যায় এবং আরও বেশি রপ্তানি করা সম্ভব হয় সেজন্য এই চুক্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen