লোকসভায় আজ সারাদিন: বাংলাকে ‘বঞ্চনা’ থেকে ভুয়ো ওষুধ – একাধিক ইস্যুতে সরব তৃণমূল
২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বাংলাকে ‘বঞ্চনা’র অভিযোগে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদে আজ সারাদিন কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগল তৃণমূল সাংসদরা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্য নির্ভর, ঝাঁজাল ভাষণ রীতিমতো প্রশংসার দাবি রাখে। ২০২৫ পূর্ণাঙ্গ বাজেটে বাংলার বঞ্চনা ইস্যুতে নির্মলা সীতারমণের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।
১. ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বাংলাকে ‘বঞ্চনা’র অভিযোগে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ‘কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী, রাজ্যের উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা’। তিনি আরও বলেন, “বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। উলটে বাংলার বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা। সেই বকেয়াও মেটানো হচ্ছে না। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্থিক অবরোধ। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধি রুখে দেওয়া হচ্ছে।” অভিষেকের সম্পূর্ণ বক্তব্য:
২.খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যের এই দিনগুলিতে শিশুদের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে পিএম পোষণ প্রকল্পের জন্য বরাদ্দ বাড়াতে হবে বলে সংসদে দাবি রাখলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাঁর সম্পূর্ণ বক্তব্য:
৩. ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের উপর সাধারণ আলোচনার সময় লোকসভায় ভাষণ দেন সাংসদ শতাব্দী রায়।
তৃণমূলের তারকা সাংসদ এদিন স্থায়ী কমিটির প্রতিবেদনে প্রশ্ন তুলে বলেছেন, ভারতে ৩০ শতাংশ ওষুধ জাল হওয়ার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? তাঁর সম্পূর্ণ বক্তব্য: