শিল্প বিনিয়োগে গতি আনতে তৎপর রাজ্য, গঠিত নয়া কমিটি
কোথায় কী কাজ হচ্ছে, বর্তমানে প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে, তা কোন জায়গায় দাঁড়িয়ে, এনিয়ে পর্যালোচনা বৈঠক করবে কমিটি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিল্পে বিনিয়োগের পথ মসৃণ করতে তৎপর রাজ্য সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আসা বিনিয়োগ প্রস্তাব দ্রুত কার্যকর করতে রাজ্য স্তরে শিল্পবিষয়ক সমন্বয় কমিটি বা ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির মাথায় থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তারা থাকবেন কমিটিতে। সিনার্জি কমিটির মূল লক্ষ্য শিল্পে বিনিয়োগ-সহ বিভিন্ন ব্যবসায়িক পরিষেবা দ্রত কার্যকর করা। সোশাল মিডিয়ায় পোস্ট করে কমিটির সম্পর্কে জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মূলত সব দপ্তরের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে নতুন কমিটি। বিভিন্ন দপ্তরের ১৬ জন সচিব থাকবে এই কমিটিতে। রাখা হয়েছে কিছু উচ্চপদস্থ পুলিশ কর্তাকেও। নবান্নের তরফে জানানো হয়েছে, জেলা স্তরেও এ ধরনের কমিটি গঠন করা হবে। নবান্নের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতি ১৪ দিন অন্তর কমিটির রিভিউ মিটিং হবে। সেখানেই হবে কাজকর্ম সম্পর্কে যাবতীয় আলোচনা। কোথায় কী কাজ হচ্ছে, বর্তমানে প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে, তা কোন জায়গায় দাঁড়িয়ে, এনিয়ে পর্যালোচনা বৈঠক করবে কমিটি।
বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনও পরিষেবার জন্য কেন্দ্রীয় ভাবে অর্থাৎ ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’-এর মাধ্যমে কাজ হবে। তৈরি হয়েছে ওয়েবসাইট। ফলে অনলাইনে বিনিয়োগ প্রস্তাব জমা করা যাবে। বিনিয়োগের ছাড়পত্র পেতে আর বিনিয়োগকারীদের ঘুরতে হবে না দপ্তরে দপ্তরে। এবার থেকে ব্যবসা সংক্রান্ত যে কোনও ধরনের অভিযোগ অনলাইনে খতিয়ে দেখা হবে।ফলে কমিটির মাধ্যমেই মিলবে সুরাহা।
উল্লেখ্য, বিগত ৭ বাণিজ্য সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। যার মধ্যে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও বাণিজ্য সম্মেলন থেকে আসা প্রস্তাবগুলির দ্রত বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করা হল।